ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, আগামী নির্বাচনের পর দুর্নীতির মূল উৎপাটন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করার যে ঘোষণা, তার প্রভাব পড়তে শুরু করেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো সব কাজ স্মার্টভাবে করার পরিকল্পনা করছে। 

সোমবার সকাল ১০টায় পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ফাতেমা তুয জান্নাতের সভাপতিত্বে নবনির্মিত দুই তলা ভীত বিশিষ্ট মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্বাস্থ্য সহকারী হেলথ কেয়ার প্রোভাইডারদের ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সামনে আসছে জাতীয় নির্বাচন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। 

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ, চিকিৎসা খাতের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন স্বাস্থ্যসহ সকল খাতকে পিছনের দিকে নিয়েছে। 

তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থায় অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। সারা বিশ্বের মধ্যে ভ্যাকসিন হিরোর পুরস্কার পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। দুই দিন আগে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে জননেত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহাসচিব প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

এ সময় স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।