খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামি মো. আল আমিনকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার পর আসামি আল আমিনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি খুলনার নিজখামার বিশ্বাস প্রপার্টিজ এলাকার বাসিন্দা মো. রুস্তুম খাঁর ছেলে।

আইনজীবীরা জানান, ২০২১ সালের ১ এপ্রিল আল আমিন একই এলাকার বাসিন্দা ও হোগলাডাঙ্গা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। প্রথমদিকে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে না জানালেও পরবর্তীতে তার মাকে জানায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২০২১ সালের ১৩ অক্টোবর লবণচরা থানায় মামলা করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোকলেকুর রহমান ২০২২ সালের ১২ মে আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।