খুলনার রূপসায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় বাসুদেব রায় (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে রূপসার পাথরঘাটা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ সমকালকে জানান, গত ২ মার্চ সকালে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলা করছিল। বাসুদেব রায় তখন সেখানে গিয়ে ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে মাছের ঘেরের পাশে থাকা ঘরের মধ্যে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে ধর্ষণ করেন। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তিনি বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটি জানতে পেরে র‌্যাবের একটি দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে রূপসার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে বাসুদেব রায়কে গ্রেপ্তার করা হয়। তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৬-এর অধিনায়ক।