নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় আমেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত আমেনা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর নিলকুঠি গ্রামের মজিবর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা মান্দা থানার এসআই আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় সতীহাট থেকে ফেরিঘাটগামী একটি মোটরসাইকেল ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আমেনা বেগমকে ধাক্কা দেয়। এ সময় আমেনা বেগম রাস্তায় পড়ে গেলে পেছন থেকে দ্রুতগতিতে আসা ট্রাক্টর তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা আহত আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক আকাশ (১৯) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত আকাশকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান এসআই আমিনুল ইসলাম। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।