খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী আদর্শপাড়া এলাকায় সন্ত্রাসীরা মাঈনুল ইসলাম (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ৪-৫ জনের একদল সন্ত্রাসী মাঈনুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় লোকজন জানান, বিগত ইউপি নির্বাচন নিয়ে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাঈনুলের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।