বগুড়ার মহাস্থানে মূল্যতালিকা ছাড়াই কটকটি বিক্রির দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল নেতৃত্ব দেন। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- জিন্নাহর স্পেশাল কটকটি, লালমিয়া কটকটি ঘর, মহাস্থান কটকটি ভান্ডার, মোসার্স নাসির কটকটি ভান্ডার ও নাসির কটকটি ভান্ডার। এ সময় চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার ও নাসির কটকটি ঘরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, বগুড়ার মহাস্থানের কটকটি বেশ পরিচিত। এর চাহিদা বগুড়ার পাশাপাশি সারাদেশেই রয়েছে। এ পাঁচ প্রতিষ্ঠান মূল্যতালিকা ছাড়াই পর্যটকদের ঠকিয়ে ইচ্ছেমতো দাম নিচ্ছিল। পাশাপাশি তাদের দোকানে মেয়াদোর্ত্তীর্ণ পানি বিক্রি করছিল। তিনি বলেন, পরে পাঁচ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।