যুব গেমসে অংশ নেওয়া ১১ খেলোয়াড় ও কোচকে আটক করে কারাগারে পাঠানোর প্রতিবাদে জরুরি সভা করেছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।

সোমবার রাত আটটায় ক্রীড়া সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে খেলোয়ারদের গ্রেপ্তারের নিন্দা জানানো হয়। অবিলম্বে মামলা প্রত্যাহার সহ রেলওয়ে থানার ওসি গোপাল কুমারকে প্রত্যাহার দাবি করা হয়।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু জানান, রেলওয়ে থানার ওসি গোপাল কুমারের প্রত্যাহার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় রেল স্টেশন এলাকায় মানববন্ধন করবে জেলা ক্রীড়া সংস্থা।

একই সময় কারাবন্দি ৬ খেলোয়ার ও কোচকে জামিনে মুক্ত করতে আদালতে আইনী সহায়তা করবে জেলা ক্রীড়া সংস্থা।