গাজীপুরের টঙ্গীর এসআর ফাইবার্স লিমিটেড নামে শতভাগ রপ্তানিমুখী এক শিল্প কারখানায় আগুন লেগে প্রায় দেড় কোটি টাকার মেশিন ও মালপত্র পুড়ে গেছে। সোমবার দুপুরে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. সুলাইমান নামে কারখানার এক শ্রমিক আহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. জাকির হোসেন সমকালকে জানান, সোমবার দুপুরের দিকে ফ্যাক্টরিতে আগুন লেগে মুহুর্তেই পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, স্থানীয় গার্মেন্টস থেকে ঝুট সংগ্রহ করে সুতা উৎপাদন করা হতো কারখানাটিতে। ২০০৬ সাল থেকে চালু এই প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে গেছে অনেক যন্ত্রপাতি। গুদামে থাকা প্রায় ৭০ টন তুলা পুড়ে নষ্ট হয়েেগেছে। ম্যানেজার জানান, ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতিষ্ঠানটি উৎপাদন চালিয়ে যাচ্ছিল।