নারী উদ্যোক্তাদের নানাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। তার পরও প্রকৃত অর্থে ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ তাঁদের অংশগ্রহণের জন্য এখনও পুরোপুরি সহায়ক নয় বলে মনে করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। নারী উদ্যোক্তাসহ ব্যবসায়ীদের সহায়তায় একটি জেন্ডার পলিসি কাউন্সিল গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অ্যামচেমের উদ্যোগে আয়োজিত ‘উইমেন ইন বিজনেস : এমপাওয়ারিং বাংলাদেশ ফরওয়ার্ড’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন।

অ্যামচেম সভাপতি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক সেবা প্রতিষ্ঠান মাস্টার কার্ডের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, নারী উদ্যোক্তাদের সক্রিয়তা ও ব্যবসায়িক নেতৃত্বের হারের দিক থেকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একেবারে শেষের দিকে রয়েছে বাংলাদেশ। এ বাস্তবতায় জেন্ডার পলিসি কাউন্সিল গঠন নারীদের ব্যবসায় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাঁদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবদানকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। নীতিনির্ধারণী পর্যায়সহ সমাজের সব ক্ষেত্রে লিঙ্গসমতা নিশ্চিত করতে হবে। নারীদের আর্থসামাজিক উন্নয়ন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক শক্তি হবেন স্মার্ট নারী উদ্যোক্তা। এই অগ্রযাত্রায় নারীদের এগিয়ে আসতে হবে। সরকার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।  ২৫০ কোটি টাকা ব্যয়ে ‘হার পাওয়ার’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ এবং প্রত্যেক নারী উদ্যোক্তাকে এককালীন ২০ হাজার টাকা করে পুঁজি সরবরাহ করা হবে।

স্পিকার বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে নানা উদ্যোগ ও কর্মপরিকল্পনা চলছে। এই অগ্রযাত্রায় নারীদের এগিয়ে আসতে হবে।

ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফাভে, সেমস-গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম ও অ্যামচেমের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল।