নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ কালা চাঁন  (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার হুগলা ইউনিয়নের কালিহর গ্রামে কালা চাঁনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার রান্না ঘরে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা রাখায় অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।