- সারাদেশ
- মাগুরায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন
মাগুরায় চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

প্রতীকী ছবি।
পারিবারিক বিরোধের জের ধরে মাগুরা মহম্মদপুর উপজেলা বালিদিয়া গ্রামে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আলামিন শেখ হামিম (২৬) নামের এক যুবক খুন হয়েছে। তিনি শেখ বালিদিয়া গ্রামের মাঠপাড়ার এলাকার শামসুল শেখের ছেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে বালিদিয়া মাঠ পাড়া এ খুনের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সোহেল শেখ তার চাচাতো ভাই আলামিন শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মন্তব্য করুন