যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফরিদপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের থানার মোড়ে তাদের দলীয় কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ফরিদপুর সদরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

সেখানে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, সরকারি রাজেন্দ্র কলেজ, বিভিন্ন সরকারি দপ্তর, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার , পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফসহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন।