- সারাদেশ
- সীতাকুণ্ডে ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা করছে ফায়ারের তদন্ত কমিটি
সীতাকুণ্ডে ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা করছে ফায়ারের তদন্ত কমিটি

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পরের চিত্র। ফাইল ছবি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলমান অক্সিজেন প্ল্যান্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঝুঁকিপূর্ণ অক্সিজেন প্ল্যান্ট ও অন্যান্য কারখানার তালিকা প্রণয়ন করবে।
ইতোমধ্যে গঠিত এই কমিটি মঙ্গলবার দুপুরে উপজেলার ছোট কুমিরা (মগপুকুর) এলাকায় অবস্থিত জিপিএইচ কারখানায় প্রথমদিনের পরিদর্শন কার্যক্রম চালিয়েছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলালকে সভাপতি করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের পরিদর্শক কুতুব উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশিদ ও ফখরুদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক।
তদন্ত কমিটি গঠনের আগে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়ার নেতৃত্বে পরিদর্শক কুতুবউদ্দিনসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সোমবার বিকেলে উপজেলার বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান ও কন্টেইনার ডিপো পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
তদন্ত কমিটির সভাপতি ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টের বিস্ফোরণের পর সীতাকুণ্ডে চলমান অন্যান্য অক্সিজেন প্ল্যান্টের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখয়ে চার সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি আরও বলেন, শুধু অক্সিজেন প্ল্যান্ট কারখানা নয়। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে গড়ে ওঠা প্রতিটি শিল্প কারখানা পরিদর্শন করে এই তালিকা করা হবে।
মন্তব্য করুন