- সারাদেশ
- পদ্মা নদী থেকে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড
পদ্মা নদী থেকে বালু উত্তোলন, ৩ জনকে কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: সমকাল
চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করেছেন ভ্রমমাণ আদালত। তাদের মধ্যে একজনকে ১ বছর ও বাকীদের ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি বালু ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।
আজ বুধবার ভোর ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর সাত্তারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন-ট্রাক্টর মালিক শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার মোস্তফার ছেলে আজিজুল (৪৫), একই এলাকার সাইফুলের ছেলে হেলাল (২৪) এবং আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম (২৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর ছাত্তার ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করায় সিন্ডিকেটের মূল হোতা আজিজুলকে (৪৫) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার সহযোগী হেলাল ও বারিউলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কয়েক দফা অভিযান চালানোয় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটা কমেছে। তবে পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন