- সারাদেশ
- শবে বরাতের রাতে উদ্ধার হলো গৃহবধূর গলাকাটা লাশ
শবে বরাতের রাতে উদ্ধার হলো গৃহবধূর গলাকাটা লাশ

নিহতের বাড়িকে প্রতিবেশিদের ভিড়- সমকাল
জয়পুরহাটের আক্কেলপুরে শবে বরাতের রাতে নিজ বাড়ি থেকে পান্না খাতুন (৩০) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রায়কালি ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ পান্না খাতুন (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বুধবার সকালে সমকালকে এ তথ্য জানিয়েছেন।
নিহতের প্রতিবেশী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতের স্বামী সিরাজুল ইসলাম মঙ্গলবার রাতে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। তিনি রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পান তার স্ত্রীর গলাকাটা মরদেহ মাটিতে পড়ে আছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে আসেন। তারা এসে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সকালে লাশটি থানায় নিয়ে আসে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন