'শিল্প হোক উন্নত মননের সোপান' প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শেষ হয়েছে সপ্তাহব্যাপী 'বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী'। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ প্রদর্শনী শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ প্রদর্শনীটির আয়োজন করে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে বিভাগের ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ৩০০টি শিল্পকর্ম স্থান পায়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের শিল্পকর্মের ভিত্তিতে তিন ক্যাটাগরিতে ২০টি পুরস্কার প্রদান করা হয়। 

শিল্পকর্ম প্রদর্শনী

শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য 'শিল্পাচার্য জয়নুল আবেদিন' পুরস্কার এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র তিনটি আলাদা ডিসিপ্লিনের জন্য তিনটি ক্যাটাগরিতে 'মাধ্যম শ্রেষ্ঠ' পুরস্কার দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের প্রথিতযশা প্রয়াত কয়েকজন চারুশিল্পীর নামে 'স্মৃতি পুরস্কার' প্রদান করা হয়।

এর আগে, গত ১ মার্চ সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সোবাহান প্রমুখ।