- সারাদেশ
- বিষাক্ত স্পিরিট খেয়ে তিনজনের মৃত্যু: বিক্রেতা গ্রেপ্তার
বিষাক্ত স্পিরিট খেয়ে তিনজনের মৃত্যু: বিক্রেতা গ্রেপ্তার

গ্রেপ্তার রেজাউল ইসলাম। ছবি: সমকাল
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যুর ঘটনায় রেজা হোমিও হলের মালিক রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বারবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শহরের মেইন বাসস্ট্যান্ডে রেজা হোমিও হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ৩ মার্চ রাতে রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে খেয়ে উপজেলার আড়পাড়ার নদীপাড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর খাঁ (৩৬), রিকশাচালক বিপুল দাস (৪৫) ও মধুগঞ্জ বাজারের রাজিব হোসেন (২৬) মারা যান। ওই ঘটনার পর থেকেই রেজাউল পলাতক ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্ল্যা জানান, বিষাক্ত স্পিরিট খেয়ে ৩ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। নিহতরা সবাই আগের দিন রাতে শহরের রেজা হোমিও হল থেকে নেশা জাতীয় দ্রব্য স্পিরিট কিনে খেয়েছিলেন। পরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠানো। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বুধবার সকালে নিহত জাহাঙ্গীর খাঁর ভাই আলমগীর হোসেন ওই স্পিরিট বিক্রেতাকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।
ওসি আরও জানান, রেজাউলকে আটকের পর তার দোকান তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অ্যালকোহল দ্রব্য উদ্ধার করা হয়।
মন্তব্য করুন