সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার নাইমুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছেলে শরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের মেয়ে হাসিয়ারা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

নিহত চায়না খাতুন (৬০) মৃত আলাউদ্দিন শেখের স্ত্রী।  

সলংগা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা মামলার এজাহার সূত্রে জানান, শরিফুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদকের টাকার জন্য তার মা-বোনদের ওপর অত্যাচার করতেন। মঙ্গলবার রাতে শরিফুল মায়ের কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন ছেলে শফিকুল। এ সময় বাড়ির উঠনে রাখা একটি ইট দিয়ে তার মা চায়না খাতুনের মাথায় আঘাত করেন শফিকুল। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে সলংগা থানা পুলিশ বুধবার সকালে শরিফুলকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে চায়না খাতুনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। 

এ ঘটনায় শরিফুল ইসলামের বোন হাসিয়ারা খাতুন বাদ্য হয়ে বুধবার শরিফুল ইসলামকে আসামি করে সলংগা থানায় হত্যা মামলা দায়ের করেন।