- সারাদেশ
- সালথাকে ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময় সভা
সালথাকে ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণা করতে মতবিনিময় সভা

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয় - সমকাল
ফরিদপুরের সালথা উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. লিটন আলী। এ সময় বক্তব্য দেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দীন আইয়ুবী, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুরি ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফসার হোসেন, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেন, সালথা প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম মোল্লা ও সালথা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ৬৩৩টি ঘর প্রদান করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিহীন-গৃহহীনরা কেউ বাদ পড়েছেন কি-না, তা খতিয়ে দেখা। আর কারও ঘর প্রয়োজন রয়েছেন কি-না এসব বিষয় নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। এরপরও যদি কারও সমস্যা হয় বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
ইএনও মো. আক্তার হোসেন শাহিন বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় বিশিষ্টজনদের নিয়ে ভূমিহীন ও গৃহহীনদের বাছাই করে পুনর্বাসন করা হয়েছে। উপজেলাকে ভূমি-গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে আজকের এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা এই বিষয়টি জানাতে চাই।
মন্তব্য করুন