- সারাদেশ
- কলারোয়ায় উদ্ধার মাইন সেলটি নিস্ক্রিয় করল র্যাব
কলারোয়ায় উদ্ধার মাইন সেলটি নিস্ক্রিয় করল র্যাব

মাইন সেলটি নিস্ক্রিয় করার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় - সমকাল
সাতক্ষীরার কলারোয়ায় উদ্ধার হওয়া মাইন সেলটি নিস্ক্রিয় করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা মাদরাসার পেছনের মাঠে মাইন সেলটি নিস্ক্রিয় করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খাঁনের নেতৃত্বে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মাইনটি নিস্ক্রিয় করেন। এ সময় কলারোয়ার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধাসহ র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর জে এম গালিব হোসাইন খাঁন সমকালকে জানান, ধারণা করা হচ্ছে, উদ্ধার মাইন সেলটি এম-২-এ-৪ এন্টি পারসোনাল মাইন (পাকিস্তানি ভ্যারিয়েন্ট পি-৭)। মাইনটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কাকডাঙ্গা এলাকায় নিক্ষেপ করে থাকতে পারে। তবে মাইন সেলটি দীর্ঘদিনের হলেও নিস্ক্রিয় করার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে কলারোয়ার সীমান্তবর্তী কাকডাঙ্গা ফুটবল মাঠের কাছে কাশেমের বাঁশ বাগানে কবর খননের সময় বোমা সদৃশ মাইন সেলটি উদ্ধার করে স্থানীয়রা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।
মন্তব্য করুন