- সারাদেশ
- ইউটিউবে তালা খোলার কৌশল শিখে মোটরসাইকেল চুরি করতেন তারা
ইউটিউবে তালা খোলার কৌশল শিখে মোটরসাইকেল চুরি করতেন তারা

গ্রেপ্তার চোর চক্রের তিন সদস্য - সমকাল
পাবনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গত সোমবার ও মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- সুজানগরের মানিকদিয়ার গ্রামের মনিরুল শেখ (২০), আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের শাহীন আলম সুজন (২৫) ও কৈজুরী শ্রীপুর গ্রামের মুরাদ প্রামাণিক (৪৫)।
বুধবার দুপুরে পাবনা ডিবি পুলিশ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। তিনি জানান, গত ২৭ জানুয়ারি দুপুরে পাবনা সদরের দোহারপাড়া জামে মসজিদের সামনে মোটরসাইকেল রেখে নামাজ পড়তে যান আহম্মেদ আলী মুন্সী। এই ফাঁকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি সদর থানায় একটি মামলা করেন তিনি। এরপর অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। গত ৬ ও ৭ মার্চ পাবনা সদর, আতাইকুলা ও সুজানগর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া সাতটি মোটরসাইকেল।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার শাহীন আলম সুজন পুলিশকে জানায়, ইউটিউব থেকে মোটরসাইকেলের তালা খোলার কৌশল শিখে তারা। এরপর ১-২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল চুরি করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসপি।
মন্তব্য করুন