- সারাদেশ
- দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু
দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

ফাইল ছবি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রিতী রানী (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতী রানী নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
দশমাইল হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম সমকালকে বলেন, প্রিতী রাণী বেলা সাড়ে ১১টায় ভ্যান করে বাসা থেকে ভুষিবন্দরের উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টায় ভ্যানটি আত্রাই নদীর ব্রিজের কাছে পৌঁছালে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রিতীর মৃত্যু হয়।
তিনি বলেন, চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন