- সারাদেশ
- কমলগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
কমলগঞ্জে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ছেলে সাধন নুনিয়া - সমকাল
মৌলভীবাজারের কমলগঞ্জে লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেয়ন্তী নুনিয়া ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আলীনগর চা বাগানের বড় লাইন এলাকায় মা দেয়ন্তীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন দেয়ন্তী নুনিয়া। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ব্রাদার্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই দেয়ন্তীর মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর থেকে গা ঢাকা দেয় ছেলে সাধন নুনিয়া। তবে পুলিশের অভিযানে মঙ্গলবার রাত আড়াইটার দিকে নুনিয়াকে আলীনগর চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, অভিযুক্ত সাধন নুনিয়াকে রাতেই আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত সাধন নুনিয়াকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন