শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশ নিয়ে ফেরার পথে পুলিশ সদস্য ও তাঁর স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার বাকি ছয় খেলোয়াড় ও তাঁদের কোচ জামিন পেয়েছেন। মঙ্গলবার রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন হোসেন তাঁদের জামিন মঞ্জুর করেন। 

জামিনপ্রাপ্তরা হলেন– কোচ আহসান কবীর (৪৫), খেলোয়াড় আলী আজম (১৯), আকাশ আলী মোহন (২০), রিমি খানম (১৯), পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা (১৯), মোছা. দিপালী (১৯) ও সাবরিনা আক্তার (১৯)। এর আগে সোমবার ‘অপ্রাপ্তবয়স্ক’ পাঁচ খেলোয়াড়ের জামিন মঞ্জুর করেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুসাব্বিরুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ ছিল না। তাই অভিযোগপত্র (চার্জশিট) তৈরি না হওয়া পর্যন্ত আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছেন।

এদিকে, খেলোয়াড়দের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজশাহী রেলস্টেশনে মানববন্ধন করেছে জেলা ক্রীড়া সংস্থা। মানববন্ধনে রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমারকে প্রত্যাহারের দাবি জানানো হয়। 

যুব গেমসে অংশ নিয়ে রোববার ট্রেনে ঢাকা থেকে ফিরছিলেন ১২ খেলোয়াড়। রাজশাহী রেলস্টেশনে নামার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত পুলিশ সদস্য গোলাম কিবরিয়ার সঙ্গে তাঁদের হাতাহাতি ও মারামারি হয়। এ সময় গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানাকে মারধর ও গলার চেইন ছিনতাইয়ের অভিযোগ এনে রেলওয়ে থানায় মামলা করা হয়। এ মামলায় ১১ খেলোয়াড় ও তাঁদের কোচকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।