- সারাদেশ
- হবিগঞ্জ জেলা প্রশাসনে নেতৃত্বে এগিয়ে নারী
নারী দিবস
হবিগঞ্জ জেলা প্রশাসনে নেতৃত্বে এগিয়ে নারী

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। ফাইল ছবি
হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ইশরাত জাহান। দায়িত্ব নেওয়ার পর থেকেই সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা ইশরাত জাহান ২০২১ সালের ৬ মার্চ হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে হবিগঞ্জের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন সাবিনা আলম। জেলা প্রশাসক হিসেবে ইশরাত জাহান দুই বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে তাকে। বিশেষ করে দায়িত্ব পালনকালে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।
ইশরাত জাহান ছাড়াও জেলা প্রশাসনের নেতৃত্বে দিচ্ছেন আরও আট নারী। তারা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, শায়েস্তাগঞ্জ ইউএনও নাজরাতুন নাঈম, বাহুবল ইউএনও মহুয়া শারমিন ফাতেমা, লাখাই ইউএনও নাহিদা সুলতানা, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসনা বিনতে রফিক, লাখাই উপজেলা সহকারী কশিনার (ভুমি) মনিষা রানী কর্মকার। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ে আরো ৩ জন নারী নির্বাহী ম্যাজিস্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩১তম বিসিএস কর্মকর্তা হিসেবে প্রিয়াংকা পাল হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২২ সালের ২৭ নভেম্বর থেকে।
এদিকে ৩৪তম বিসিএসের কর্মকর্তা আয়েশা আক্তার হবিগঞ্জ সদর ইউএনও হিসেবে ২০২২ সালের ৭ নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। একইভাবে একই ব্যাচের নাহিদা সুলতানাও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন লাখাইয়ে। তিনি চলতি বছরের ৯ জানুয়ারি থেকে দায়িত্বে আছেন। এছাড়াও ৩৪ ব্যাচের কর্মকর্তা নাজরাতুন নাঈম শায়েস্তাগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২২ সালের ২৪ ফেব্র্নয়ারি থেকে এবং একই ব্যাচের মহুয়া শারমিন ফাতেমা বাহুবলে ইউএনওর দায়িত্ব পালন করছেন ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ে আরও তিন নারী দায়িত্ব পালন করছেন। তারা হলেন, ৩৮তম বিসিএস কর্মকর্তা মোছা. তাসনিম জাহান, ৪০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা সুস্মিতা সাহা ও একই ব্যাচের সুমি রানী।
নারী দিবসে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘আমাদের নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণে সমাজের সকল স্তরে নারী অগ্রণী ভুমিকা পালন করছে। জেলা প্রশাসকসহ বড় বড় পর্যায়ে সফলতার সঙ্গে নারীরা কাজ করছে। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে কিছু প্রতিবন্ধকতা আমাদের মোকাবিলা করতে হয়। তবুও সব বাঁধা পেরিয়ে কাজ করছেন নারীরা।’
মন্তব্য করুন