- সারাদেশ
- ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত কহিনূরের মায়ের আহাজারি - সমকাল
টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কহিনূর মিয়া ওই গ্রামের আব্দুল বাজেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। তিনি জানান, ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে কহিনূরের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যার দিকে কহিনূরের সঙ্গে সামীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সামী চৌধুরী তাকে মারধর করেন। এ সময় কহিনূরের বাড়িতে কেউ ছিল না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধলাপাড়া বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আজহারুল ইসলাম সরকার সমকালকে বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন