ভারতের মহারাষ্ট্রের নাগপুরের তরুণ রোহান আগারওয়াল প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ হেঁটে এখন খুলনায় অবস্থান করছেন। দেখা করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র, রাজনৈতিক নেতা ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে। প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ভারতের ২৭টি রাজ্য, নেপালের বিভিন্ন এলাকা ও বাংলাদেশের ৪৫টি জেলা ঘুরেছেন ২১ বছর বয়সী রোহান। খুলনায়ও চালাচ্ছেন সেই প্রচারণা। বিভিন্ন দেশ ঘুরে যাবেন পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান সাইবেরিয়ার ওমিয়াকোম এলাকায়।

রোহান বুধবার বিকেলে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান তানগরীর শিববাড়ি মোড়ে। প্ল্যাকার্ডে প্লাস্টিক দূষণ প্রতিরোধের বার্তা লেখা ছিল।

সমকালকে তিনি বলেন, ২০২০ সালের ২৫ আগস্ট ভারতের মহারাষ্ট্র থেকে হাঁটা শুরু করেছিলেন। নিজ দেশের ২৭টি রাজ্যে হেঁটেছেন। তাঁর উদ্দেশ্য প্লাস্টিক দূষণ প্রতিরোধে মানুষের সচেতনতা বাড়ানো

তিনি বলেন, জন্মের পর থেকে প্রত্যেকেই পরিবেশ থেকে অক্সিজেন নেয়। প্রকৃতি থেকে আসে খাবার ও পানি। অথচ তার পরিবর্তে আমরা পরিবেশ দূষণ করছি। বিষয়টি বোঝা খুবই জরুরি।

রোহান বলেন, এটা না বুঝলে আগামীতে ঘূর্ণিঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়াবহ হয়ে উঠবে। ৯৪০ দিন ধরে পথ হাঁটছেন জানিয়ে রোহান বলেন, কখনও কখনও ভ্যানের লিফট নিয়েছেন। তবে বাস বা ট্রেনে উঠেননি।  

ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোহান জানান, তিনি বাংলাদেশের ৬৪ জেলায় যেতে চান। এরপর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, সিঙ্গাপুর, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়াসহ ২০টি দেশ ঘুরে সাইবেরিয়ায় যেতে চান। সেখানে যেতে তাঁর আরও পাঁচ বছর সময় লাগবে।

সোমবার রাতে খুলনায় এসে রোহান মেয়র, রাজনৈতিক নেতা, এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েও মতবিনিময় করেছেন। মঙ্গলবার তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সঙ্গে দেখা করেন। মেয়র বলেন, পরিবেশ নিয়ে রোহানের উদ্যোগ প্রশংসনীয়। 

রোহান গত বছরের অক্টোবরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি সাড়ে চার মাস ধরে বাংলাদেশে আছেন। পরিবেশ সম্পর্কে বার্তা দিতে তিনি অনেক স্কুল এবং প্রতিষ্ঠানে গেছেন।

বিষয় : প্লাস্টিক দূষণ প্লাস্টিক দূষণ রোধ দূষণ রোধে সচেতনতা

মন্তব্য করুন