- সারাদেশ
- চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে রাখাল হওয়া অনেক ভালো: কাদের সিদ্দিকী
চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে রাখাল হওয়া অনেক ভালো: কাদের সিদ্দিকী

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম - সমকাল
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি হবে, মন্ত্রী হবে। ওই রকম চাটুকার এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চাইতে মাইনষের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।’
বুধবার ঘাটাইল উপজেলার আষাড়িয়া চালা শওকত আলী ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর বলেন, ‘আমি এখন বিএনপিকে দেখতে পারি না, বিএনপি খালি সরকারে যাবার চায়। চাইলের চাল, তেল, পেট্রোলের দাম যে বাড়ল একদিনও বিএনপিকে রাস্তায় চিত হইয়া শুইতে দেখলাম না।’
তিনি বলেন, ‘আমি রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুকে দেখে। তা না হলে আমি একজন রিকশাওয়ালা হইতাম, গরুর রাখাল হইতাম। যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব।’
কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান তাড়াতাড়ি। মরি বাঁচি সুখে থাকি, দুঃখে থাকি দেশেই থাকব।’
তিনি আরও বলেন, ‘এই দেশ হবে মানুষের। মানুষ হবে দেশের মালিক। কিন্তু আজ দেশের মালিক দারোগা-পুলিশ, অফিসাররা। যারা চুরি কইরা টাকা কামাইছে আজ তারা মালিক। আমরা এ দেশ চাই না। চুরি করার জন্য জন্মাই নাই, মানুষের সেবা করার জন্য জন্মেছি। একবার শক্ত করে গামছাটা ধরুন আপনাদের সম্মান বাড়বে।’
জনসভায় সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, দলটির ঘাটাইল উপজেলা সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।
মন্তব্য করুন