জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের (এমপি) ‘সেক্রেটারি’ পরিচয়ে এক শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। 

জানা গেছে, মাদারগঞ্জ পৌর এলাকার মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমুর মোবাইল ফোনে গত মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটে ০১৭৫৩৭০৯৬৫২ নম্বর থেকে কল আসে। তিনি নিজেকে সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ নাদিম মোস্তফা বলে পরিচয় দেন। এ সময় প্রধান শিক্ষককে ওই ব্যক্তি তাঁর বিদ্যালয়ের মৌলভি শিক্ষকের জন্য বিনামূল্যে হজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। এর জন্য ভিসা প্রক্রিয়াকরণ বাবদ তাঁর কাছে বিকাশের মাধ্যমে সাত হাজার টাকা দাবি করেন।

বিষয়টিতে সন্দেহ হলে ফোন কেটে দেন প্রধান শিক্ষক। পরে সংসদ সদস্য মির্জা আজমকে জানালে তিনি বিষয়টি ভিত্তিহীন ও প্রতারণা বলে আশ্বস্ত করেন। সেই সঙ্গে তাঁকে থানায় জিডি করার পরামর্শ দেন।

প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘মির্জা আজম এমপির সেক্রেটারি পরিচয়ে টাকা দাবি করার বিষয়টি সন্দেহজনক ও প্রতারণা মনে হলে থানায় জিডি করেছি।’

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবাইল ফোনে প্রতারণার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে।