- সারাদেশ
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: ভারত ট্রানজিট হয়ে মোংলায় বিভিন্ন যন্ত্রপাতি
রূপপুর বিদ্যুৎকেন্দ্র: ভারত ট্রানজিট হয়ে মোংলায় বিভিন্ন যন্ত্রপাতি

যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজ - সমকাল
রাশিয়া থেকে জলপথে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এসব যন্ত্রপাতি নিয়ে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে এম ভি অপরাজিতা নামে একটি বাংলাদেশি জাহাজ।
এর আগে রাশিয়া থেকে পাঠানো এসব পণ্য ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে নিয়ে গত শনিবার মোংলার উদ্দেশে জাহাজটি রওনা দেয়। এসব যন্ত্রপাতি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া-ভারত ট্রানজিটের তৃতীয় চালান।
এম ভি অপরাজিতার স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক এইচ এম দুলাল জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ৫২৫ প্যাকেজের ১২৪৯.১৬ মেট্রিক টন যন্ত্রপাতি ভারত ট্রানজিট মঙ্গলবার মোংলা বন্দরে পৌঁছেছে। ওই দিন দুপুর থেকেই পণ্য খালাস শুরু হয়। এসব যন্ত্রপাতি এখন সড়ক পথে যাবে পাবনার ঈশ্বরদীতে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এম ভি সেঁজুতি ও ২৩ ফেব্রুয়ারি এম ভি অপরাজিতা রুশ পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে।
সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রুশ পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা যন্ত্রপাতি খালাস হচ্ছে ভারতে। সেখান থেকে এসব পণ্য আনা হয় মোংলা বন্দরে।
মন্তব্য করুন