নিখোঁজ হওয়ার দুইদিন পর চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ইজিবাইক চালক আশরাফ সরদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা হত্যার পর ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। বুধবার বিকালে দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ইদুরপোতা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফ সরদার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার সরদারপাড়ার মৃত শমসের সরদারের ছেলে।

নিহতের স্ত্রী রাজিয়া খাতুন সূর্য বলেন, রাতে খাওয়া শেষ করে ইজিবাইক নিয়ে বের হন আশরাফ সরদার। সকালে বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায় না। আজ বিকালে মরদেহ দেখে শনাক্ত করি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, গত ৫ মার্চ রাতে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন আশরাফ সরদার। রাতে তিনি বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার দুপুরে ভুট্টা ক্ষেতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা।

তিনি আরও বলেন, পরে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিখোঁজ আশরাফ সরদারের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ শনাক্ত করেন। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার বলেন, হত্যাকারী শনাক্ত ও ইজিবাইক উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।