রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

ক্ষতিগ্রস্ত ভবন ঘিরে উৎসুক মানুষের ভিড়। ছবি- মাহবুব হোসেন খান নবীন
উদ্ধার অভিযানে সেনাবাহিনী। ছবি- মাহবুব হোসেন খান নবীন

ছেলের সন্ধানে মা। ছবি- মাহবুব হোসেন খান নবীন

ডগ স্কোয়াড নিয়ে উদ্ধার অভিযানে ডিএমপি। ছবি- মাহবুব হোসেন খান নবীন

আরও একজনের মরদেহ উদ্ধার। ছবি- মাহবুব হোসেন খান নবীন

স্বজনদের আহাজারি। ছবি- মাহবুব হোসেন খান নবীন

ঘটনাস্থলে উদ্ধারকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীরা। ছবি- মাহবুব হোসেন খান নবীন

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে অবস্থিত একটি সাততলা ভবনের বেসমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণে ৭ তলা ভবনের পাশে আরেকটি ৫ তলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ভবন ধসে পড়েনি।