- সারাদেশ
- সিলেট-জকিগঞ্জ সড়কে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেট-জকিগঞ্জ সড়কে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি
বিআরটিসি বাস বন্ধের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়কে ডাকা বৃহস্পতিবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিআরটিসি বাস চলাচল নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভার পর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। সোমবার ওই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এর আগে গত ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেওয়ার পর প্রত্যাহার করেন মালিক-শ্রমিকরা।
প্রতিদিন ৪টি বাস ও প্রতিটি বাস দুটি করে ট্রিপ দেবে-এমন শর্তে গত ৫ জানুয়ারি সিলেটের দূরবর্তী উপজেলা জকিগঞ্জের সঙ্গে বিআরটিসি বাস চালু করা হয়। সেই নিয়ম বিআরটিসি কর্তৃপক্ষ না মানায় আন্দোলন শুরু করেন পরিবহন-মালিক শ্রমিকরা। দাবি না মানায় ৩০ জানুয়ারি প্রথমবার সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়। ওই সময় জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে দাবি মানার প্রতিশ্রুতি দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু তারপরও দাবি না মানায় সোমবার আবার ধর্মঘট আহ্বান করেন পরিবহন নেতারা। কিন্তু বুধবার জেলা প্রশাসক মজিবর রহমান সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ, জানিয়েছেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভায় বিআরটিসি বাস আপ-ডাউন ৫টি ট্রিপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তিনি জানান, এবার দাবি ও সিদ্ধান্ত না মানলে কোনো কর্মসূচি প্রত্যাহার করবে না শ্রমিকরা।
মন্তব্য করুন