- সারাদেশ
- বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নীলফামারী থেকে সুজনের বাইসাইকেল যাত্রা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে নীলফামারী থেকে সুজনের বাইসাইকেল যাত্রা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে নীলফামারী থেকে বাইসাইকেল যাত্রা শুরু করেছেন সুজাউদ্দৌলা সুজন (৩২) নামে এক যুবক।
বুধবার বেলা ১১টার দিকে জেলা সদরের জিরো পয়েন্ট চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভ চত্বর থেকে ওই যাত্রা শুরু করেন তিনি।
স্থানীয়রা জানান, জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি সরমজানী গ্রামের আব্দুল ওয়াদুদ রঞ্জুর ছেলে সুজন পেশায় ওষুধ ব্যবসায়ী। এর পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ এবং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি।
সুজাউদ্দৌলা সুজন বলেন, বাবার কাছে বঙ্গবন্ধুর কৃতিময় জীবনের অনেক গল্প শুনেছি। সেই থেকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সাধ জাগে আমার। এ যাত্রাকে স্মরণীয় করে রাখতে বাইসাইকেল বেছে নিয়েছি।
মন্তব্য করুন