মসজিদে নামাজের সময় দুষ্টুমি করায় চার শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। পবিত্র শবেবরাতের রাতে নীলফামারীর ডোমার উপজেলার বড় রাউতা এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুদের অভিভাবকরা।

মারধরের শিকার শিশুরা হল- উপজেলার বড় রাউতা মডেল স্কুলপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নুর মোহাম্মদ জিয়ন (১২), একই এলাকার ইলিয়াছ সরকারের দুই ছেলে আম্মান ইসলাম (১২) ও তালহা ইসলাম (৯) এবং রওশনারা বেগমের ছেলে রঞ্জুন ইসলাম (১২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শবেবরাতের নামাজ আদায়ের জন্য ওই চার শিশু বড় রাউতা ওয়াকতিয়া মসজিদে যায়। নামাজের সময় মসজিদে শিশুরা দুষ্টুমি করে। এ ঘটনায় নামাজ শেষে ওই এলকার মৃত কুদ্দুস আলীর ছেলে মশিয়ার রহমান ক্ষিপ্ত হয়ে ওই চার শিশুকে বেধড়ক মারধর করেন। এ সময় তারা মাটিতে লুটিয়ে পড়ে।

পরে অন্য মুসল্লিরা এগিয়ে এসে ওই চার শিশুকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে এসে বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয় ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, শিশুদের সঙ্গে এমন আচরণ কখনই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।