রাজশাহীতে অস্ত্র, গুলি ও মাদকসহ সারোয়ার জামান সুইট (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সুইট মহানগরীর বোয়ালিয়া থানার ভদ্রা এলাকার প্রয়াত আসাদুজ্জামানের ছেলে।

র‌্যাব বলছে, সুইট একজন শীর্ষ সন্ত্রাসী। বুধবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুইটের নামে ডাকাতি, অপহরণ, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। সম্প্রতি সুইট কারাগার থেকে বের হয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। খবর পেয়ে র‌্যাব বুধবার রাত ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি চাকু ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব বোয়ালিয়া থানায় একটি মামলা করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।