যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস (১৫) নাম এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার উলাশি ইউনিয়নের কামারবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে

নিহত পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে। সে উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণিতে পড়তো।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার সন্ধ্যায় বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। কামারবাড়ী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিয়াসের মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেল দুটি। স্থানীয়রা আহত অবস্থায় দুই মোটরসাইকেলের তিন আরোহীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিয়াসের মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।