- সারাদেশ
- পঞ্চগড়ে হামলা-সংঘর্ষ: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ২৯
পঞ্চগড়ে হামলা-সংঘর্ষ: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরও ২৯

আহমদিয়া সম্প্রদায়ের বার্ষিক সালানা জলসা বন্ধকে কেন্দ্র করে শুক্রবার পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড় শহর। ছবি- সমকাল
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় ও পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১৩ মামলায় এখন পর্যন্ত ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ১১টি এবং বোদা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ১৩টি মামলা দায়ের করা হয়েছে। আরও একাধিক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আহমদ নগরসহ জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়াও পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে।
এ ঘটনায় দায়ের করা ১৩টি মামলায় ১০-১১ হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানান তিনি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ, বিজিবি ও র্যাব সতর্ক অবস্থানে রয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার আহমদনগরে আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয়। এতে বাদ সাধে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। তাঁরা এই জলসা বন্ধ করা এবং আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায়।
এতে রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। বাধ্য হয়ে প্রশাসন রাত ৮টায় জলসা বন্ধ করে দেয়। এরপরও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
মন্তব্য করুন