- সারাদেশ
- সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সুনামগঞ্জের জামালগঞ্জে সামিয়া বেগমকে হত্যার দায়ে তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক বেগম মোসাম্মৎ জাকিয়া পারভীন এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচর গ্রামের বাসিন্দা মো. ছুবান মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. মো. খায়রুল কবির রুমেন।
মামলার এজহারে জানা যায়, আসামি জালাল উদ্দিন ২০২০ সালের ৩১ অক্টোবর রাতে সামিয়া বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আশেপাশের লোকজন সামিয়া বেগমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সামিয়া বেগমের নানা মো. আব্দুল গফুর জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. মো. খায়রুল কবির রুমেন বললেন, সামিয়া বেগমকে হত্যার অভিযোগে আদালত তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্ট।
মন্তব্য করুন