মানিকগঞ্জে দিনে দুপুরে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের কাছে এক পেট্রোল পাম্প মালিকের কাছ থেকে টাকা ছিনতাই করে দুর্বত্তরা। এ ঘটনায় দুইজনের নামসহ ওই ব্যবসায়ী ৫/৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মিতরা বাসস্ট্যান্ডের কাছে মিলন্স ফিলিং স্টেশনের মালিক সোহবার হোসেন জানান, পাম্পের তেল বিক্রির ১৫ লাখ টাকা ব্যাংকে রাখার জন্য সকালকে তিনি মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ শহরের যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি সকাল বেলা সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছলে তিনটি মোটরসাইকেল করে ৫/৬জন ছিনতাইকারী যানটির গতিরোধ করে। এর পর তাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে তার কাছে থাকা ১৫ লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে ছিনতাইকারী পালিয়ে যায়।

সোহবার হোসেন আরও জানান, ছিনতাইকারীদের মধ্যে দুই জনকে তিনি চিনতে পেরেছেন।  তারা হলেন- সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আ. রশিদের ছেলে মো. জিসান (২৩) ও একই গ্রামের মো. রহিজ উদ্দিদের ছেলে মো. রবিউল ইসলাম।   

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, টাকা ছিনতাইয়ে ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা  চলছে।