- সারাদেশ
- ‘১০২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা
‘১০২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রীর সমাবেশস্থল ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দান পরিদর্শন। ছবি: সমকাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার ময়মনসিংহে ১০২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মো. ইকরামুল হক টিটু।
তিনি বলেন, ‘ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য সাংগঠনিকভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা থেকে সাংগঠনিক কর্মকাণ্ড ও এ অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী ১০২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন।’
আজ বৃহস্পতিবার সকালে সমাবেশস্থল ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দান পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সমাবেশস্থল ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে নৌকা আকৃতির বিশাল মঞ্চ নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ ময়দানে পানি ছিটানো হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। এসময় সমাবেশস্থল ঘুরে দেখেন র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
নগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী আগমনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংঘটিত হবে। দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হবে, যার প্রভাব আগামী নির্বাচনে দেখা যাবে। এছাড়া প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে।
সমাবেশস্থল পরিদর্শন শেষে র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কাজ করছে র্যাব। এরই অংশ হিসেবে সমাবেশের প্রস্তুতি ঘুরে দেখা হয়েছে। আমাদের কাছে যেভাবে নিরাপত্তা চাওয়া হয়েছে, সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাব প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কাজ করবে।’
মন্তব্য করুন