দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পিতলের তৈরী একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুণখোলা গ্রামের আবু তালেবের (৬০) বাড়ি থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেওয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এ সময় তিনি মূর্তিটি পান। পরে তা বাড়িতে রেখে দেন। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার বাড়ি থেকে গত বুধবার দিবাগত রাতে মূর্তিটি উদ্ধার করা হয়। পিতলের তৈরী মূর্তিটির উচ্চতা ৭ ইঞ্চি এবং প্রস্থে ৪ ইঞ্চি। মূর্তিটির উপরের অংশ ভালো থাকলেও নিচের অংশ ভাঙা। এটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং যাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।