ফরিদপুরে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। এতে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। ফলে সংক্ষিপ্ত মিছিল করতে বাধ্য হয় যুবদল। 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের ব্রহ্ম সমাজ সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যুবদল। মিছিলটি জেনারেল হাসপাতালের সামনে মুজিব সড়কে পৌঁছালে বাধা দেন কোতোয়ালী থানা ও ফরিদপুর গোয়েন্দা পুলিশের সদস্যরা। মিছিল নিয়ে যুবদলের নেতা-কর্মীরা জনতা ব্যাংক মোড়ে যেতে চাইলেও তারা এগুতে পারেননি। 

এ সময় যুবদলের নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পরে জেনারেল হাসপাতালের মোড়েই সমাবেশ করেন জেলা ও মহানগর যুবদলের নেতারা। সমাবেশে বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।

বেনজীর আহমেদ বলেন, ‘মিছিল নিয়ে আমার জনতা ব্যাংক মোড়ে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। ফলে আমাদের যেতে পারিনি। এই নিশি রাতের সরকার আমাদের নেতা আব্দুল মোনায়েমকে গ্রেপ্তার করেছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, যুবদল যতটুকু জায়গার মধ্যে মিছিল করতে চেয়েছিল, ততটুকু জায়গার মধ্যে করেছে। জনতা ব্যাংকের মোড়ে যাওয়ার কথা তাদের ছিল না। এটা বক্তৃতা দেওয়ার জন্য বলেছে।