- সারাদেশ
- সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১০ লাখ টাকা করে পাবে নিহতের পরিবার
সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১০ লাখ টাকা করে পাবে নিহতের পরিবার

ফাইল ফটো
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে নিহতদের পরিবারপ্রতি ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এ দুর্ঘটনায় যেসব শ্রমিকের অঙ্গহানি হয়েছে, তাঁদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে। অন্য আহত ব্যক্তিরা পাবেন দুই লাখ টাকা করে। এ ছাড়া আহত ব্যক্তিদের চিকিৎসার যাবতীয় খরচও মালিকপক্ষ বহন করবে।
দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে মালিকপক্ষের বৈঠক হয়। সভা শেষে সীমা অক্সিজেন প্লান্টের মালিক মামুন উদ্দিন এ ক্ষতিপূরণের ঘোষণা দেন।
এ ছাড়া আহত কর্মচারী প্রত্যেকে চিকিৎসা চলাকালে মাসিক বেতন পাবেন এবং সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিতে পারবেন। নিহত পরিবারের সদস্যরা চাইলে সীমা গ্রুপে চাকরির সুযোগও পাবেন।
এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গতকাল বিকেলে জানান, তাঁর উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হওয়ার কথা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় গত শনিবার সীমা অক্সিজেন প্লান্টে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হন।
এদিকে সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনমালিকরা ক্ষতিপূরণের জন্য আদালতে যাচ্ছেন বলে জানা গেছে। কেশবপুর চট্টলা সিএনজি ফিলিং স্টেশনের পেছনে রয়েছে শামসুল আলমের একতলা ভবন। তাঁর ছেলে জাহিদুল ইসলাম বলেন, ক্ষতিপূরণের বিষয়ে বুধবার রাতে থানায় গিয়েছিলাম। পুলিশ মামলা নেয়নি। আগামী রোববার ক্ষতিপূরণ দাবি করে আদালতের শরণাপন্ন হব। এতে সীমা অক্সিজেন প্লান্টের মালিকদের বিবাদী করা হবে।
মন্তব্য করুন