চট্টগ্রাম একাডেমির লোকমান খান শেরওয়ানি সাংবাদিকতার পুরস্কার-২০২৩ পেয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক জোবাইর মনজুর। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক প্রতিবেদনের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে তাঁদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর আগে ৪ মার্চ জুরি বোর্ডের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন ই-লার্নিং বিশেষজ্ঞ বদরুল হুদা খান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী।