সুনামগঞ্জ ও মোহনগঞ্জের হাওরে নতুন প্রজাতির আইড় মাছের সন্ধান পাওয়া গেছে। দেশে এটা এখন পর্যন্ত পাওয়া আইড় মাছের তৃতীয় প্রজাতি। নতুন এ প্রজাতির কথা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরশাদ-উল-আলম। এ আইড়ের বৈজ্ঞানিক নাম স্পেরেটা আয়োরেলা (Sperata aorella-Blyth, 1858)। 

আইড়টি স্থানীয়ভাবে ‘ভুইত্যা কাঁটা’ নামে পরিচিত। সুনামগঞ্জের হাওরগুলোয় এ আইড় প্রায়ই পাওয়া যায়। জেলা সদর মৎস্য আড়ত ও মাছ বাজার এবং মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সম্প্রতি ড. আরশাদ মাছটির নমুনা সংগ্রহ করেন। এটি ছোট জাতের আইড়; ওজন কমবেশি এক কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। 

ড. আরশাদ জানান, দেশে এ পর্যন্ত দুটি আইড় মাছের প্রজাতির কথা সবাই জানেন। ‘গুজি আইড়’ ও ‘তল্লা আইড়’ নামে পরিচিত এ ক্যাটফিশ প্রজাতি দুটির বৈজ্ঞানিক নাম যথাক্রমে– স্পেরেটা আওর (Sperata aor-Hamilton 1822) ও স্পেরেটা সিনগালা (Sperata seenghala- Skyes, 1839)। এ দুটি আইড়ের প্রজাতি মোটামুটি সারাদেশে দেখা যায়। এদের মধ্যে স্পেরেটা আওর সংখ্যায় অপেক্ষাকৃত কম। বৈশ্বিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন (আইইউসিএন) বাংলাদেশ অঞ্চলে লাল তালিকায় থাকা মাছের প্রজাতিগুলোর মধ্যে আইড়ের এ দুই প্রজাতিকে রেখেছে। তালিকায় এগুলো রাখা হয়েছে বিলুপ্তির হুমকিতে থাকা প্রজাতিগুলোর মধ্যে।

স্পেরেটা আওরের তুলনায় স্পেরেটা সিনগালা আকারে বড়। তবে কাপ্তাই হ্রদসহ চট্টগ্রামের নদীগুলোয় এ দুই প্রজাতির আবাস থাকলেও ২০১৫ সালে প্রকাশিত আইইউসিএনের তালিকায় তা উল্লেখ করা হয়নি। সিলেট অঞ্চলে এই দুটি আইড়কে যথাক্রমে ‘বোচা কাঁটা’ ও ‘লম্বা কাঁটা’ নামের ডাকা হয়। এবার সিলেটের হাওরগুলোয় তৃতীয় আইড়ের উপস্থিতিও জানা গেল।

এ তিনটি আইড়ের প্রজাতির মধ্যে বেশ কিছু পার্থক্য চোখে পড়ার মতো। এগুলোর পিঠের অংশে ভিন্ন গঠনের পাখনা রয়েছে। শারীরিক গঠনও আলাদা। নতুন আবিষ্কৃত স্পেরেটা আয়োরেলা বাকি দুই প্রজাতির আইড় থেকে গঠনে কম লম্বাটে ও মোটা। তবে এগুলোর চোখের সম্মুখ অংশ অপেক্ষাকৃত লম্বা; অক্সিপিটাল স্পাইন দীর্ঘ, এপিনিউরাল শিল্ড সরু, এডিপোজ ফিন (চর্বিযুক্ত পাখনা) খাটো।  

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের মৎস্য গবেষক সুজন দত্ত জানান, আইড় মাছের এ প্রজাতির রেকর্ড আগে ছিল না। ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে আইড়ের নতুন প্রজাতি স্পেরেটা আয়োরেলার শনাক্তকরণের কাজ প্রায় শেষ। তবে এখনও কিছু কাজ চলমান আছে।