- সারাদেশ
- অবৈধ ইটভাটার মালিককে প্রায় ৪ লাখ টাকা জরিমানা
অবৈধ ইটভাটার মালিককে প্রায় ৪ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই অবৈধ ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ-বীরগঞ্জ রোডে গুয়াগাঁও এলাকায় এসবিএস ব্রিকস মালিককে ২ লাখ ও ডিডিআর ব্রিকস মালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই ভাটা দুটির ইট পুড়ানোর আগুন ফায়ার সার্ভিস নিভিয়ে দেয়।
নির্বাহী ম্যাজিট্রেট ও পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজিরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ইউএনও জানান, অবৈধ ইটভাটা পরিচালনা ও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন