মাদারগঞ্জে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে রাসেল মিয়া নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কড়ইচুড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া তোতা ফকিরের পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাসেল মিয়া (১৬) মেলান্দহ উপজেলার মাঝবর নাংলা এলাকার দুলাল মিয়ার ছেলে। গত ৪ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় সে।

পুলিশ জানায়, নিহত রাসেল মিয়া অটোরিকশাচালক ছিল। গত ৪ মার্চ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নামাজ শেষ করে জানতে পারলাম যে পুকুরে একটা মরদেহ পাওয়া গেছে। পরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।’ 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার হয়েছে। পরিবারের কোনো অভিযোগ থাকলে মামলা নেওয়া হবে।