‘প্রদর্শনীর পঞ্চতন্ত্র: স্মরণীয় ও অবিস্মরণীয় বর্তমান' এই শিরোনামে উত্তরসূরির আয়োজন এশীয় দ্বিবার্ষিক প্রদর্শনীসমূহের চরিত্র, অবদান, সম্ভাবনা ও সুনির্দিষ্ট ব্যর্থতার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে শনিবার।

শনিবার সন্ধ্যা ৬টায় উত্তরসূরির ধানমন্ডির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, উত্তরসূরীর পরিচালক মোস্তফা জামান ও লেখক-গবেষক তাহমিদ জামি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উত্তরসূরীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। সংবাদ বিজ্ঞপ্তি।