ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফান্দিয়ার জাহিদ হাসান অডিটোরিয়ামে ‘লেখার স্বাধীনতা’ বিষয় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে আলোচনা সভা শুরু হবে। এর আয়োজক ‘বঙ্গীয় সাহিত্য সভা’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বিভিন্ন সময়ে লেখালেখি ও মতপ্রকাশের স্বাধীনতায় নানা ধরনের হস্তক্ষেপ হয়েছে। এখন এ প্রবণতা আরও বাড়ছে। এ পরিস্থিতিতে লেখার স্বাধীনতা নিয়ে দেশের বুদ্ধিজীবী ও কবি-লেখকদের মতামত জানতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে আবুল কাশেম ফজলুল হক, আসিফ নজরুল, চঞ্চল আশরাফ, মশিউল আলম, সাখাওয়াত টিপু, সুমন রহমান, মোহাম্মদ আজমসহ অনেকে এ অনুষ্ঠানে কথা বলবেন।

প্রসঙ্গত, সাহিত্য ভিত্তিক সংগঠন ‘বঙ্গীয় সাহিত্য সভা’ প্রতিষ্ঠিত হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে।